ছাতক প্রতিনিধি ::ছাতকে পলাতক আসামী আবুল হাসনাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৯।
আবুল হাসনাত উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের আব্দুল লতিফের পুত্র ও ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে হাসনাতকে।
তিনি একটি সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। শুক্রবার বিকেলে পুলিশ তাকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠিয়েছে।
ছাতক থানার ওসি (অপারেশন) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য